করোনা যুদ্ধে আরও এক পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপি'র শোক
করোনা যুদ্ধে আরও এক পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপি'র শোক
BANGLADESH POLICE MEDIA, PHQ
[19 JUL 2020]
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক বীর সদস্য ডিএমপি'র ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি)
ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে আইজিপি বলেন, করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে আমরা আমাদের আরেক সহকর্মী ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলামকে হারালাম। বাংলাদেশ পুলিশের গর্বিত এ সদস্য দেশ ও জনগণের কল্যাণ ও সেবায় এক সুমহান দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বাংলাদেশ পুলিশ তার এ আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করে।
আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
WEBSITE VISITOR STATS
245887 Visitors
Last Update: Jul 12, 2021, 12:18:43 PM
TODAY
Wednesday 06:27:32 PM
25th of May 2022
Copyright © KHULNA RANGE DIG OFFICE, KHULNA 2022. Designed & Developed By Momtaj Trading (Pvt.) Ltd.